নৌকা-ধানের শীষের মুখোমুখি অবস্থান

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 06:12:10

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের গণসংযোগে বাঁধা দেওয়ার চেষ্টা করেছে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের সমর্থিত নেতাকর্মীরা। পরে পুলিশ গ্রুপ দুটিকে আলাদা করে দেয়।

রোববার (১২ ডিসেম্বর) সকাল পৌনে ১২টার দিকে মিরপুর মাজার রোডে এ ঘটনা ঘটে।

পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসাবে বিএনপি'র মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল শাহ্ আলীর মাজার থেকে গণসংযোগ শুরু করে গাবতলীর দিকে যেতে থাকেন। এ সময় নৌকার স্লোগান দিতে দিতে তাবিথ আউয়ালের গণসংযোগে দিকে আসেন নৌকা সমর্থনকারীরা। এসময় তাবিথ সর্মথকরা রাস্তা ছেড়ে দিয়ে অন্য পাশে চলে যান। পরে নৌকার মিছিলটি কিছুদূর যেয়ে আবার ঘুরে আসে।

বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের গণসংযোগ

একইভাবে বিএনপি'র মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আওয়াল ও তার সমর্থকদের গণসংযোগে একাধিকবার বাধা দেওয়ার অভিযোগ উঠে। এসময় দুই গ্রুপ মুখোমুখি অবস্থান করে দলীয় বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুই গ্রুপকে দুই দিকে পাঠিয়ে দেয়।

ভোটার সাথে কথা বলছেন তাবিথ আউয়াল

এ বিষয়ে তাবিথ আউয়াল বলেন, প্রতিপক্ষের লোকজন জয়বাংলা স্লোগান দিয়ে আমাদের প্রচারণায় হামলা করেছে। ইটপাটকেল নিক্ষেপ করেছে। আমরা প্রচার কাজ চালাতে পারছি না। আমরা শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাতে চাই। হামলায় আল আমিন নামে আমাদের এক কর্মী আহতও হয়েছে।

তিনি আরো বলেন, আমরা ধৈর্য ধরে ঘটনা পর্যবেক্ষণ করার চেষ্টা করছি। পরে নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ জানাবো।

এ সম্পর্কিত আরও খবর