বিজয়ী হলে নতুন ওয়ার্ডগুলো গুলশান-বনানীর মতো উন্নত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম আতিক।
ভোটের বাকি মাত্র ১৮ দিন। তাই হাড় কাঁপানো শীত দমিয়ে রাখতে পারছে না প্রার্থীদের। প্রচারণার তৃতীয় দিন রোববার (১২ জানুয়ারি) ডিএনসিসির নতুন ওয়ার্ডগুলোতে গণসংযোগকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, ইউনিয়ন থেকে সিটি করপোরেশনে যুক্ত হওয়া নতুন ওয়ার্ডগুলো এখনো ড্রেনেজ ব্যবস্থা, সুয়্যারেজ ব্যবস্থাসহ অন্যান্য আধুনিক সুবিধা বঞ্চিত। তাই আগামী ৩০ জানুয়ারি ভোটে বিজয়ী হলে প্রথম লক্ষ্য থাকবে ডিএনসিসির নতুন ওয়ার্ডগুলোকে নিয়ে বিশেষ পরিকল্পনা করা।
এর আগে সকালে উত্তরার রাজলক্ষ্মী এলাকায় গণসংযোগ শুরু করার পর সেখানেই বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেন তিনি। এরপর উত্তরা সংলগ্ন কসাইবাড়ি রেলগেট, কাঁচপুরা, উত্তরখান, দক্ষিণখান, ময়নারটেক, ফায়দাবাদ এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেছেন তিনি।
আতিকুল ইসলামের একান্ত সচিব সাইফুদ্দিন ইমন জানান, এরপর আব্দুল্লাহপুর হয়ে তুরাগ, কামারপাড়া, নয়ানগর মাদরাসা, রানাভোলা হয়ে বাওনিয়া এলাকায় গণসংযোগ করবেন আতিকুল ইসলাম।
গণসংযোগকালে নতুন যুক্ত হওয়া ওয়ার্ডবাসীর উদ্দেশে আতিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, নতুন ওয়ার্ডগুলো উন্নয়নের মাধ্যমে ভালোভাবে সাজানোর জন্য। এরই মধ্যে প্রকল্প নিয়েছি। নৌকা মার্কা হচ্ছে উন্নয়নের মার্কা। নৌকায় ভোট দেওয়ার মাধ্যমে আমাকে যদি নির্বাচিত করেন, তাহলে প্রথমেই এসব এলাকার জলাদ্ধতা নিরসনে পদক্ষেপ নেব। গুলশান-বনানীর মতো সাজানো হবে নতুন ওয়ার্ড। এসব এলাকা এলইডি বাতির আলোয় আলোকিত হবে। রাস্তা, পার্ক উন্নয়নে কাজ করা হবে।
গণসংযোগকালে সাধারণ পথচারী থেকে শুরু করে আশেপাশের দোকানিদের সঙ্গে হাত মিলিয়ে ভোট চেয়ে তিনি বলছেন, উন্নয়ন চলছে, চলবে। এ শহরের উন্নয়নের অগ্রযাত্রাকে এবার গন্তব্যে নেওয়ার পালা। সবাই মিলে সবার ঢাকা, সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়তে চাই। তাই আগামী ৩০ জানুয়ারি উন্নয়নের মার্কা নৌকায় ভোট দিন।
এর আগে গত শুক্রবার (১০ জানুয়ারি) উত্তরা ৪ নম্বর সেক্টরের ৮ নম্বর রোডের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেন আতিকুল ইসলাম।
প্রসঙ্গত, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুই সিটির প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ইভিএমের মাধ্যমে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।