ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের আয়কর বিবরণী ও কর পরিশোধের তথ্য নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বরাবর এ চিঠি দেয় সুজন।
সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকারের সই করা চিঠিতে বলা হয়, ইসির ওয়েবসাইটে দেখা যায়, জাতীয় নির্বাচনসহ আগের সব স্থানীয় সরকার নির্বাচনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। কিন্তু সিটি ভোটের প্রার্থীদের আয়কর বিবরণী ও কর পরিশোধের তথ্য দেওয়া হয়নি। পাশাপাশি এখনো সব ওয়ার্ড, বিশেষ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধিকাংশ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের তথ্যও প্রকাশ করা হয়নি। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সব ধরনের তথ্য পেন ড্রাইভ/সিডি বা ফটোকপির মাধ্যমে সংগ্রহ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে সুজন।
ইসির ওয়েবসাইটে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের সব প্রার্থীর আয়কর বিবরণী ও কর পরিশোধের তথ্যসহ পূর্ণাঙ্গ তথ্য দ্রুত প্রকাশ এবং পেন ড্রাইভে সরবরাহের জন্য আবেদন করেছে সংগঠনটি।
সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা ম্যানুয়েলের (২০১৯ সংস্করণ) ১৯ পৃষ্ঠায় বলা হয়েছে, প্রত্যেক প্রার্থীর মনোনয়নপত্রের সঙ্গে তিন কপি করে হলফনামা, সম্ভাব্য উৎসের বিবরণী, আয়কর রিটার্ন এবং কর পরিশোধের প্রমাণপত্রের কপি রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করতে হবে। এছাড়া প্রার্থীদের বিভিন্ন তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ কারণে ওয়েবসাইটে দেওয়ার সুবিধার্থে মনোনয়নপত্র দাখিল করার সঙ্গে সঙ্গে হলফনামা, সম্ভাব্য উৎসের বিবরণী, আয়কর রিটার্ন ও কর পরিশোধের প্রমাণপত্রের অনুলিপি স্ক্যান করে পিডিএফ ফাইল তৈরি করে তা ইসি সচিবালয়ের নির্ধারিত সফটওয়ারের মাধ্যমে পাঠাতে হবে।