নগরবাসীর প্রত্যাশা পূরণে দায়িত্ব পাওয়ার প্রথম দিন থেকেই কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর কদমতলী, শ্যামপুরে নির্বাচনী গণসংযোগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
ব্যারিস্টার তাপস বলেন, সিটি করপোরেশন নির্বাচনে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ আগামী ৩০ তারিখ আমরা বিপুল ভোটে বিজয়ী হব। একটি উন্নত ঢাকা উপহার দিতে উন্নয়নের যে রূপরেখা দিয়েছি ডিএসসিসির বাসিন্দারা তা সাদরে গ্রহণ করেছেন। তাদের প্রত্যাশা পূরণে, মেয়র হিসেবে দায়িত্ব পাওয়ার প্রথম দিন থেকেই কাজ শুরু করব।
তিনি বলেন, নির্বাচনে দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ মাঠে নেমে গেছে। জনগণ আমাদের অনেক ভালোবাসা দিচ্ছে। তবে আমি জনভোগান্তির বিষয়টি মাথায় রেখেছি। আর তাই যেখানেই যাচ্ছি সেখানকার সড়কে যেন কোনো ধরনের যানজট সৃষ্টি না হয় সেজন্য আমার নির্বাচনী প্রচারণার কাজে যারা যুক্ত তাদেরকে সতর্ক থাকতে বলেছি। এছাড়া আচরণবিধি লংঘন নিয়েও আমরা সজাগ আছি। আশাকরি সুষ্ঠ পরিবেশে অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর নির্বাচন হবে।