‘মাগো তোমার একটি ভোটে খালেদা জিয়া মুক্তি পাবে, বোনগো তোমার একটি ভোটে খালেদা জিয়া মুক্তি পাবে, ভাইগো তোমার একটি ভোটে খালেদা জিয়া মুক্তি পাবে। মা তোমার ভয় নাই; রাজপথ ছাড়ি নাই, জেলের তালা ভাঙব; খালেদা জিয়াকে আনবো।’ ঢাকা সিটি নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের এ ধরনের স্লোগানে মুখরিত হচ্ছে রাজধানী ঢাকার রাজপথ থেকে শুরু করে অলিগলি পর্যন্ত।
আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে কোনো ধরনের শর্ত ছাড়াই অংশগ্রহণ করেছে প্রধান বিরোধী দল বিএনপি। শুধু অংশগ্রহণই নয়, যে কোনো বাধা অতিক্রম করে শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা ও দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।
এই নির্বাচনকে কেন্দ্র করে রাজপথের রাজনীতিতে কিছুটা সক্রিয় হয়ে উঠেছে বিএনপি। এতোদিন ধরে ঝিমিয়ে থাকা দলটির মাঝে প্রাণের সঞ্চালন সৃষ্টি করেছে সিটি নির্বাচন। ক্ষমতাসীন দলের প্রার্থীর সঙ্গে সমানতালে গণসংযোগ, প্রচার-প্রচারণা করছেন বিএনপির মনোনীত প্রার্থীরা। ভোটারদের ভোট কেন্দ্রে এসে ভোট প্রদানের মাধ্যমে নিজেদের অধিকার বুঝে নেওয়ার আহ্বান জানাচ্ছেন তারা। ভোট কেন্দ্রে ভোটারদের সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রচার-প্রচারণা ও গণসংযোগের আজ বোরবার (১৯ জানুয়ারি) দশম দিন। প্রত্যেক দিনে একটু একটু করে জমে উঠছে সিটি নির্বাচন।
রাজধানী ঢাকার অলিগলি, চা আড্ডায়, বাসের ভেতর, পথচারীদের মুখে, অফিস আদালত থেকে শুরু করে সবখানে বিরাজ করছে নির্বাচনের আবহাওয়া। পোস্টার, ফেস্টুন, লিফলেট, ব্যানারে ছেয়ে গেছে রাজধানী। প্রচারণায় ব্যস্ত রয়েছে প্রার্থীরা। ভোটারদের দৃষ্টি কাড়তে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন প্রার্থীরা।