উত্তরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 05:40:59

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টরা। বৈঠকে নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও উপস্থিত রয়েছেন।

রোববার (১৯ জানুয়ারি) বেলা ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষের চতুর্থ তলায় এই বৈঠক শুরু হয়। বৈঠকের সভাপতিত্ব করছেন উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।

বৈঠকের আলোচ্য সূচির মধ্যে রয়েছে- ঢাকা উত্তর সিটির নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, ভোটগ্রহণের জন্য কর্মপরিকল্পনা ও বিবিধ।

তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি ডিএনসিসি ও ডিএসসিসির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সরস্বতী পূজার কারণে দাবির মুখে নির্বাচনের তারিখ পরিবর্তন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন ভোটের তারিখ ১ ফেব্রুয়ারি।

এদিকে ভোটের তারিখ পরিবর্তনের ফলে আসন্ন সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা পিছিয়ে আগামী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ সম্পর্কিত আরও খবর