আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের মাথায় হাত বুলিয়ে দোয়া করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।
বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১টায় পশ্চিম হাজারীবাগের ঝাউচর বাজার থেকে নির্বাচনী প্রচারণা শুরুর আগে ইশরাক হোসেনের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ।
এই সময় এমাজউদ্দিন আহমেদ বলেন, ইশরাক হোসেন এবং তার বাবা সাদেক হোসেন খোকা দুজনেই আমার ছাত্র ছিল। সাদেক হোসেন খোকার অনুপস্থিতিতে তার যোগ্য সন্তান ইশরাক হোসেন মেয়র প্রার্থী হয়েছেন। আমরা তার বিজয় দেখতে চাই।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু দেশের নেত্রী নয়। তিনি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক। তাকে অন্যায়ভাবে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আমরা তাকে মুক্ত করতে চাই। ইশরাক হোসেনের মতো তরুণদের মাধ্যমে আমাদের ইচ্ছেগুলো পূর্ণ হোক।
এসময় ইশরাক হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, কাজী আবুল বাশারসহ বিপুল সংখ্যক কর্মী সমর্থক।