ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৫০ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী নাজিম উদ্দিন দেওয়ানের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কাউন্সিলর প্রার্থীসহ আহত হয়েছেন ১০ নেতাকর্মী।
বুধবার (২২ জানুয়ারি) বিকালে গণসংযোগ শেষ করে চলে আসার সময় তাদের ওপর এ হামলা চালানো হয়।
নাজিম উদ্দিন দেওয়ানের ওপর হামলার ঘটনায় তাকে দেখতে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে যান ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
এর আগে গণসংযোগ শেষে উত্তরার হাউস বিল্ডিং এলাকার মাসকট প্লাজার সামনে বক্তব্যকালে এ হামলার খবর পান তাবিথ।
এসময় তিনি বলেন, খবর পেয়েছি আবারও কাপুরুষোচিত মানসিকতার বিরোধী দলীয় কাউন্সিলররা আমাদের কাউন্সিলর প্রার্থী দেওয়ান ভাইয়ের প্রচারণায় হামলা করেছে।
তিনি আরও বলেন, বিএনপির মনোনীত মেয়র-কাউন্সিলর প্রার্থীদের ওপর শুধু হামলা হচ্ছে।
তাবিথ বলেন, প্রত্যেকটি হামলার ঘটনার পরে জনগণ আমাদের পক্ষে যাচ্ছে। এতে বোঝা যাচ্ছে গণজোয়ার দিয়ে ১ ফেব্রুয়ারি আমরা বিশাল ধামাকা দিয়ে জয়যুক্ত হয়ে ফিরব।