সিটি নির্বাচনে দিনে স্বতঃস্ফূর্ত-রাতে আতঙ্ক: ফখরুল

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 05:09:38

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সিটি নির্বাচনে দিনের বেলায় স্বতঃস্ফূর্ততা থাকলেও রাতে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে হাইকোর্ট মাজার এলাকায় গণসংযোগ চলাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ফখরুল বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে পক্ষপাতদুষ্ট। ইতোমধ্যে ইশরাকের মিছিলে আক্রমণ হয়েছে, তাবিথের ওপর শারীরিকভাবে হামলা হয়েছে। আমরা নিন্দা জানিয়েছি, প্রতিবাদ জানিয়েছি। এখনও পর্যন্ত এই অযোগ্য নির্বাচন কমিশন কোন ব্যবস্থা গ্রহণ করেননি। দিনে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী প্রচারণা চালালেও রাতে নেতাকর্মীদের মধ্যে হামলা আতঙ্ক থেকেই যাচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, এই সরকার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে পারেনি। একইসঙ্গে নির্বাচন কমিশন নিরপেক্ষ তার কোনো প্রমাণ দিতে পারেনি। তাদের সেই যোগ্যতা নেই বলেই আমরা মনে করি। এই সরকার নির্বাচনকে একটা ছেলে খেলা হিসেবে নিয়ে গেছে। তারা ইভিএম দিয়ে নির্বাচন করতে যাচ্ছে। কারণ তারা জানে, ইভিএম ছাড়া নির্বাচনে তাদের জয় সম্ভব নয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ইভিএমের বিষয়টি পুরোপুরি ভাবে নির্বাচন কমিশনের, এখানে অন্য কারো এখতিয়ার নেই। নির্বাচন কমিশন তাদের অযোগ্যতা ঢাকতে ইভিএম নিয়ে এসেছে। এবং সরকারি দলকে সাহায্য করতে বিল নিয়ে আসছে।

এ সময় ইশরাক হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদারসহ অন্যান্য নেতাকর্মীরা।

এ সম্পর্কিত আরও খবর