ভোট পেছানোয় সিইসিকে হিন্দু পরিষদের ধন্যবাদ

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 00:07:29

সরস্বতী পূজার কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোট পেছানোয় প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু পরিষদ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সংঠনের সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাকে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, 'সালাম নিবেন। বাংলাদেশ হিন্দু পরিষদের পক্ষ থেকে আপনি ও আপনার নিয়ন্ত্রণাধীন সকল কর্মকর্তা- কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন।

'সনাতন ধর্মবিলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কপোরেশনের নির্বাচনের তারিখ পরিবর্তনের মাধ্যমে আপনার অসাম্প্রদায়িক চেতনার দৃঢ় মনোভাব সম্পূর্ণভাবে জাতির কাছে স্পষ্ট হয়েছে। এজন্য বাংলাদেশে বসবাসরত সকল সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে আপনাকে/আপনাদের ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ‘আপনার সকল সিদ্ধান্তের প্রতি পূর্ণ শ্রদ্ধা রইলো, সেই সাথে ভবিষ্যতেও হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবেন এবং সব রকম সহযোগিতা ও সৌহাদ্যপূর্ণ মনোভাব বজায় থাকবে বলে আশা রাখছি।’

৩০ জানুয়ারি ভোটের তারিখ রেখে গত ২২ ডিসেম্বর তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। সরস্বতী পূজার কারণে পূজার্থীদের আন্দোলনের মুখে ভোট পিছিয়ে ১ ফেব্রুয়ারি নিয়ে ভোট আয়োজনকারী সংস্থাটি।

এ সম্পর্কিত আরও খবর