শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচন ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের প্রস্তুতি নিয়ে আগামি ২৮ জানুয়ারি বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির উপসচিব (সংস্থাপন) মো. শাহেদুন্নবী চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, আগামী ২৮ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে তার সভাকক্ষে নির্বাচন কমিশনের ৬০তম সভা অনুষ্ঠিত হবে।
সভার আলোচ্যসূচিতে রয়েছে- একাদশ সংসদের ঢাকা-১০, বগুড়া-১, বাগেরহাট-৪, যশোর-৬, গাইবান্ধা-৩ শূন্য আসনের নির্বাচন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি।