পরিবেশ তৈরি করুন উৎসবমুখরভাবে ভোট দেব: ইসিকে আতিক

বিবিধ, নির্বাচন

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 15:53:39

যে পদ্ধতিতেই ভোট হোক কোনো আপত্তি নেই। শুধু নির্বাচন কমিশনকে বলবো আপনারা পরিবেশ তৈরি করুন আমরা দুই দল মিলে যেনো উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারি। ভোট কেন্দ্রে যত ভোটার আসবে নৌকার বিজয় হবেই হবে।

শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর কালাচাঁদপুর এলাকায় নির্বাচনী পথসভায় একথা বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম আতিক।

প্রতিপক্ষ ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আতিক বলেন, আমি যেদিন থেকে প্রচারণায় নেমেছি সেদিন থেকেই আমার প্রতিপক্ষ একটার পর একটা অভিযোগ করছেন। এটা তার ব্যাপার, প্রতিপক্ষ অভিযোগ করবে আমি উন্নয়নের কথা বলব। ইভিএম নিয়ে সমস্যা তো দেখি না। আমরা মোবাইল চালাতে পারলে ইভিএম তো আরও সহজ প্রযুক্তি তাহলে সেটা পারব না কেন? তবে ইসি যেভাবে বলবে সেভাবেই ভোট হবে আমাদের কোনো আপত্তি নেই।

তিনি বলেন, শুধু নির্বাচন কমিশনকে বলব আপনারা পরিবেশ তৈরি করুন। আমরা যেন উভয় প্রার্থী উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণমূলক নির্বাচন করতে পারি। আমরা যেন খুশি মনে নির্বাচন করতে পারি সেই ব্যাপারে ইসির দৃষ্টি আকর্ষণ করেন আতিক।

মেয়র প্রার্থী আতিক বলেন, বঙ্গবন্ধুর হত্যার রায় দেওয়া নিয়ে যখন বিব্রতবোধ করছিল তখন আমার বড় ভাই দৃঢ়তার সঙ্গে সেই রায়ে স্বাক্ষর করেছিলেন। ভাই এর সেই কলমটি আজও আমি রেখে দিয়েছি পরবর্তী প্রজন্মের জন্য। এটি একটি স্মারক বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তাদের বাংলার মাটিতে ঠাঁই নাই।

তিনি বলেন, উন্নয়নের জন্য নৌকার কোনো বিকল্প নাই। তাই আগামী ১ ফেব্রুয়ারি সবাই ভোট কেন্দ্রে এসে নৌকার পক্ষে ভোট দিন। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখুন।

এ সম্পর্কিত আরও খবর