১১ কেন্দ্রকে ‘অতি গুরুত্বপূর্ণ’ দাবি করে প্রার্থীর নিরাপত্তা আবেদন

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 04:56:19

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৯ নং ওয়ার্ডের ১১টি কেন্দ্রকে ‘অতি গুরুতর ঝুঁকিপূর্ণ’ দাবি করে নিরাপত্তা জোরদার করতে আবেদন করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার কাছে এই আবেদন করেন ওয়ার্ডটির কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম বাবুল। প্রধান নির্বাচন কমিশনার বরাবর এই আবেদন দেন তিনি।

আবেদনে বাবুল অভিযোগ করেন, আমার নির্বাচনী ভোট কেন্দ্রের কাছে নির্বাচনী প্রচার ক্যাম্প স্থাপন করেছে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী। এসব ক্যাম্প থেকে ভোট দেয়ার সময় শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। জনসাধারণ যাতে কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, তাই অতি গুরুতর ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আবেদন করছি।

তিনি বলেন, নির্বাচনে আমার মার্কা রেডিও। ঠেলাগাড়ি মার্কার জাহাঙ্গীর আলম বাবুল আমার নির্বাচনী প্রচারণায় প্রতিনিয়ত বাধা প্রদান করছে। ভোটকেন্দ্রের আশেপাশে নির্বাচনী ক্যাম্প স্থাপন করে শোডাউন করছে। এ বিষয়ে আমি নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানার ওসিকে অবহিত করেছি।

এ সম্পর্কিত আরও খবর