আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, জীবন দিয়ে হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করব।
তিনি বলেন, পহেলা ফেব্রুয়ারি বিজয়ী হয়ে আমাদের অভিভাবক কারাবন্দি খালেদা জিয়াকে অবশ্যই মুক্ত করব। রক্ত দিয়ে হলেও খালেদা জিয়াকে মুক্ত করব। জীবন দিয়ে হলেও খালেদা জিয়াকে মুক্ত করব।
রোববার (২৬ জানুয়ারি) শাপলা চত্বর থেকে নির্বাচনী গণসংযোগ শুরুর আগে তিনি এসব কথা বলেন।
ইশরাক বলেন, গত ১৩ বছর ধরে বাংলাদেশ একটা দুঃশাসনের মধ্য দিয়ে যাচ্ছে। গত ১৩ বছরে ঢাকা শহরকে ধ্বংস করে ফেলা হয়েছে। শুধু ঢাকা শহর নয় পুরো বাংলাদেশকেই তিলে তিলে ধ্বংস করে ফেলা হয়েছে। আমাদের অর্থনৈতিক খাতকে দুর্নীতির মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
আজ যে গণজাগরণ দেখছি, তাতে আমি বলে দিতে চাই, এ সরকারের সময় ঘনিয়ে এসেছে। মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছিল। আমরা মুক্তিযোদ্ধা জাতি। আমরা কারো তাবেদারি মানব না। কারো জমিদারি মানব না। এ দেশটা কারো দলীয় সম্পত্তি নয়। এ কথা বলার মতন সাহস আমার বুকে রয়েছে। এ কথা বলার জন্য যদি বুকে গুলি খেতে হয়, আমি শাপলা চত্বরে দাঁড়িয়ে গুলি খাব, তবুও সত্য কথা বলে যাব, যোগ করেন ইশরাক।
বিএনপির এ মেয়র প্রার্থী আরো বলেন, আমরা কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষের রাজনীতি করি। এখনো এদেশ কৃষকের দেশ। এখনো এদেশ শ্রমিকের দেশ। তারা এদেশের মানুষের লক্ষ্য রাখে না, তারা সিঙ্গাপুর, সুইজারল্যান্ডে হাজার হাজার কোটি টাকা পাচার করে। প্রায়ই বস্তিতে আগুন লাগে। কিন্তু আমরা জানি না আগুন লাগার কারণ। হাজার হাজার ঘর পুড়ে যায়। বস্তিবাসীদের পুনর্বাসন না করে উচ্ছেদ করে।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মহিলা দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।