বুড়িগঙ্গাকে হাতিরঝিলের ন্যায় সাজাবো: মিলন

বিবিধ, নির্বাচন

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 04:31:44

নির্বাচিত হলে বুড়িগঙ্গা নদীকে আবর্জনা ও দখলমুক্ত করে হাতিরঝিলের ন্যায় সাজানোর ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন।

রোববার (২৬ জানুয়ারি) বংশাল, হাজারীবাগ, নবাবগঞ্জ বাজার, বালুরঘাট ও কামরাঙ্গীরচরে গণসংযোগকালে এমন মন্তব্য করেন। এদিন সকালে মৌচাক থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করে মালিবাগ, কমলাপুর, মতিঝিল, সায়দাবাদ, যাত্রাবাড়ী, ডেমরা, মীরহাজিরবাগ, দয়াগঞ্জ, জুরাইন, পোস্তাগোলা, নয়াবাজারে পথসভায় বক্তব্য রাখেন।

তিনি বলেন, অনেক ভূমিদুস্য সরকারি জায়গা দখল করে রেখেছে, এগুলো দখলমুক্ত করা হবে। ফুটপাত থেকে হকার উচ্ছেদ করে তাদের পুর্নবাসন করা হবে। দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়। নির্বাচিত হলে আমার প্রথম কাজই হবে দুর্নীতি নির্মূলে জেহাদ করা। জাতীয় পার্টি কখনই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি। জাতীয় পার্টির কোনো নেতাকর্মী দুর্নীতিতে জড়িত নয়।

ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন, আমি আপনাদের বাসযোগ্য ও পরিচ্ছন্ন ঢাকা উপহার দিবো।

জাপা চেয়ারম্যানের উপদেষ্টা শাহ-ই-আজম, মহানগর জাপা নেতা এমএ সোবহান, মাহবুবুর রহমান খসরু, সারোয়ার হোসেনসহ জাপার নেতাকর্মীরা অংশ নেন। নির্বাচন ঘনিয়ে আসায় আওয়ামী লীগ- বিএনপির সিনিয়র নেতারা নির্ঘুম রাত পার করছেন। সেখানে জাতীয় পার্টির শীর্ষ নেতারা এখন ঘুমিয়ে সময় পার করছে। দলীয় মেয়র প্রার্থীর পক্ষে তাদের কাউকেই দেখা যাচ্ছে না। গোপনে অনেকেই আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে।

এ সম্পর্কিত আরও খবর