মেয়র নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে নাগরিক সেবা নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশান-১ এর ইমানুয়েলস কনভেনশন সেন্টারে নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মেয়র নির্বাচিত হলে কতদিনের মধ্যে নাগরিক সুবিধা পাবে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেয়র নির্বাচিত হওয়ার প্রথম দিন থেকেই নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। তবে নিয়ম অনুযায়ী মেয়র নির্বাচিত হওয়ার ৯০ দিন পর কার্যক্রম শুরু করতে হয়। আমি বলতে চাই ৯০ দিন বা ৯০ ঘণ্টা নয় ২৪ ঘণ্টার মধ্যেই নাগরিক সেবা নিশ্চিত করা হবে। তবে কিছু সেবা আছে যেগুলো দ্রুত দেওয়া সম্ভব নয়।
তিনি বলেন, আমরা সকল ওয়ার্ডগুলো ঘুরে সমস্যা চিহ্নিত করেছি। সে অনুযায়ী আমাদের ইশতেহার ঘোষণা করা হয়েছে। সিটিতে সমন্বয়হীনতার অভাব রয়েছে আগামী ১ তারিখ জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে জনগণকে সঙ্গে নিয়ে নাগরিক সেবা আমরা বাস্তবায়ন করবো।
ডেঙ্গু, জলাবদ্ধতা এবং দূষণ রোধের বিষয়ে তাবিথ আউয়াল বলেন, আপনারা জানেন ইতিমধ্যেই আমরা ডেঙ্গু মোকাবিলায় সচেতনতামূলক নানা ধরনের কাজ করেছি। নির্বাচিত হলে পুরো দায়িত্ব পেলে প্রথমে আমরা মশার লার্ভা নিধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। একই সঙ্গে নগরীকে জলাবদ্ধতা এবং দূষণমুক্ত করা হবে।
রাজধানীতে গণপরিবহনের শৃঙ্খলা নিয়ে আসার বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীর গণপরিবহনের জন্য সকল রুটকে ঢেলে সাজানো হবে এবং রাত্রিকালীন নিরাপদ বাস সার্ভিস চালু করা হবে। তাছাড়া নারীদের জন্য পৃথক বাস সার্ভিসের ব্যবস্থা করা হবে।
তাবিথ আউয়াল আরও বলেন, ভোটারবিহীন সরকারের অধীনে সমন্বয়হীনতা থাকলেও আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবো। আমরা সমন্বয়ের জন্য যা কিছু করা প্রয়োজন তার সবটুকুই করবো জনগণকে সঙ্গে নিয়ে। আগামী ১ তারিখ সকালে ধানের শীষে ভোট প্রত্যাশা করছি।
উল্লেখ, ১৯ দফা নির্বাচনী ইশতেহারের ভিতরে যেসব বিষয়গুলো রয়েছে সেগুলো হলো, মশা নিয়ন্ত্রণ, যানজট ব্যবস্থাপনা, দূষণ রোধ, পরিচ্ছন্ন ঢাকা, গণপরিবহন, সড়ক নিরাপত্তা, অবকাঠামোগত উন্নয়ন, নারী, শিশু ও প্রতিবন্ধী বান্ধব ঢাকা গড়া, অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা, নিরাপদ পানি, খাদ্য নিরাপত্তা, পাবলিক টয়লেট, ইন্টেলিজেন্ট সিটি, ক্ষুদ্র ব্যবসা উন্নয়ন, অপরাধ দমন, আবাসন, পার্ক ও বিনোদন এবং নগর প্রশাসন।
নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ অনেকে।