ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের বিভিন্ন অভিযোগের সমাধান চাইতে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ৩টায় নির্বাচন কমিশনের সঙ্গে এই বৈঠকে বসে বিএনপির প্রতিনিধি দল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করছেন ইসি।
ইসির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম ও কবিতা খানম।
ঢাকা সিটি নির্বাচন উপলক্ষে ইসির সঙ্গে বিএনপির তৃতীয় বৈঠক এটি।
আমির খসরু জানান, কিছু সমস্যা আছে, বারবার বলার পরেও সমাধান হচ্ছে না। সেসব বিষয়ে আলোচনা করতে এসেছি।