২৪ ঘণ্টার মধ্যে ফুটপাতের নির্বাচনী ক্যাম্প অপসারণের নির্দেশ

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,ঢাকা | 2023-08-30 04:01:40

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচন উপলক্ষে বিভিন্ন ওয়ার্ডে ফুটপাতের ওপর নির্মিত নির্বাচনী ক্যাম্প আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম এই নির্দেশ দেন। সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অফিসার ইনচার্জদের (ওসি) এ নির্দেশ দেন তিনি।

নির্দেশে বলা হয়, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বিভিন্ন ওয়ার্ডে ফুটপাতের ওপর মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থীদের স্থাপিত নির্বাচনী ক্যাম্প অপসারণের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছে। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাস্তার ফুটপাতের ওপর স্থাপিত সব নির্বাচনী ক্যাম্প অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’

গত ২৭ জানুয়ারি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে ফুটপাতের ওপর শতাধিক নির্বাচনী ক্যাম্প তৈরির বিষয়ে অভিযোগ করে বিএনপির প্রতিনিধি দল। 

এ সম্পর্কিত আরও খবর