‘সুন্দর ঢাকা গড়তে সাংবাদিকদের মতামত মূল্যায়ন করা হবে’

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 03:44:11

বাংলাদেশের যে প্রান্ত থেকেই ঢাকায় আসুন না কেন, সবাই ঢাকাবাসী। আমার নেতৃত্বাধীন ঢাকা সিটি হবে সর্বজনীন। সবধরনের উন্নয়ন ও সেবা প্রকল্প বাস্তবায়নে দ্রুততা ও সততার সহিত পদক্ষেপ নেওয়া হবে। উন্নত, সুন্দর এবং সুশাসিত ঢাকা গড়তে সাংবাদিকদের মতামত গুরুত্বসহকারে মূল্যায়ন করা হবে।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুর দেড়টায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এমন প্রতিশ্রুতি ও মন্তব্য করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এ সময় জাতীয় প্রেসক্লাবের সঙ্গে তার বাবা শেখ মনি ও স্বজন শেখ মারুফের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে তিনি বলেন, জাতীয় প্রেসক্লাবের সঙ্গে আমাদের সম্পর্কটা পারিবারিক। সেই হিসেবে এখানে আসার পর অন্য রকম একটা অনুভূতি উপলব্ধি হচ্ছে। আপনারা (সাংবাদিক) আমাদের দেওয়া ইশতেহার দেখে ও পড়ে আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করুন। এতে ঢাকাবাসী উপকৃত হবে।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইকবাল সোবহান চৌধুরী, শ্যামল দত্ত, মঞ্জুরুল আহসান বুলবুল, সাইফুল ইসলাম ও আবুল কালাম আজাদ।

এ সম্পর্কিত আরও খবর