পুলিশের অনেকেই নিরপেক্ষ ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করেছেন আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন।
বুধবার ( ২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর গোপীবাগে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ইশরাক হোসেন বলেন, ‘ভোটের দিন বিএনপির নেতাকর্মীরা ভোটের মাঠে সকল ধরনের দায়িত্ব পালন করবে। হামলা-মামলা হুমকি-ধমকি সেগুলা উপেক্ষা করে যাতে সবাই ভোট দিতে পারেন, সেজন্য আমাদের কর্মীরা মাঠে থাকবে।’
গোপীবাগের হামলার ঘটনায় দায়েরকৃত মামলার বাদী ঘটনাস্থলে ছিলেন না এবং ঘটনা সম্পর্কে কিছু জানেন না। তাকে চাপ প্রয়োগ করে মামলাটি করা হয়েছে এ সম্পর্কে আপনি কিছু জানেন কিনা এমন প্রশ্নে ইশরাক বলেন, ‘এ পর্যন্ত পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা বিভিন্ন জায়গায় সহযোগিতা পেয়েছি। অনেককে দেখেছি নিরপেক্ষ ভূমিকা পালন করতে। কিন্তু ওয়ারী থানার কিছু অসাধু কর্মকর্তা দলীয় ভূমিকা পালন করছে। তারই অংশ হিসেবে এই মামলাটি করা হয়েছে। আমাদের এই থানার অধীনে তিনটি ওয়ার্ড রয়েছে। এখানে বিএনপিসহ অন্যান্য নেতাকর্মী যারা আছে তাদেরকে নেতাকর্মী শূন্য করার জন্য বিভিন্ন মামলা করছে।’
তিনি আরও বলেন, ‘সাংবাদিক ভাইয়েরা এই পর্যন্ত আমাদের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা আশা করব নির্বাচনের শেষ দিন ফলাফল ঘোষণা পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য- খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ দলের নেতাকর্মীরা।