নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ((সিইসি) কে এম নূরুল হুদার সভাকক্ষে বৈঠকটি শুরু হয়।
নয় সদস্যের এ প্রতিনিধি দলে নেতৃত্বে রয়েছেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিইসি, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম ও বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহদাত হোসেন চৌধুরী উপস্থিত আছেন। এছাড়া ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত আছেন।
এর আগে কয়েক দফায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ছাড়াও বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে ইসির বৈঠক হয়েছে।
ইসি সূত্র জানিয়েছে, আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে ইসির সঙ্গে বৈঠক করার কথা ১৪ দলের পক্ষ থেকে ইসিকে আগেই জানানো হয়।