ইভিএম দিয়ে নির্বাচন বিরাট ষড়ষন্ত্র: মওদুদ

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 03:44:09

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, নির্বাচনে ইভিএম চাই না। এটা আমরা বহুবার বলেছি। প্রতিটি নির্বাচনে বলছি। তবুও কমিশন প্রতিটি নির্বাচনে ইভিএম ব্যবহার করেছে। এই নির্বাচনেও ব্যবহার করতে চায়। আসলে এটি একটি বিরাট ষড়যন্ত্র।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে মগবাজার নয়া‌টোলা শিশু পা‌র্ক এলাকায় তাবিথ আউয়ালের পথসভায় তিনি একথা বলেন।

ব্যারিস্টার মওদুদ বলেন, এই সরকারের ভোটের ওপর জনগণের কোন আস্থা নাই। তারওপর ইভিএম দিয়ে নির্বাচন করতে চায়। এটি আসলে একটি বিরাট ষড়যন্ত্র।

তিনি বলেন, ঢাকা সিটি নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি প্রার্থীদের বিজয় নিশ্চিত। আর এই বিজয়ের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র ফিরে আসবে। আর গণতন্ত্র ফিরে আসলে বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করতে পারবো।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা গুজব, ভয়-ভীতি, শঙ্কা উপেক্ষা করবেন। কখনো পিছপা হবেন না, ভোটকেন্দ্রে গিয়ে সবাই ভোট দিবেন। কারণ সুষ্ঠু ভোট হলে তাবিথ আউয়াল বিপুল ভোটে নির্বাচিত হবেন।

এ সম্পর্কিত আরও খবর