শেষ হতে যাচ্ছে ঢাকার দুই সিটি নির্বাচনের প্রচারণা। আর কয়েক ঘণ্টা পরই সব ধরনের প্রচার-প্রচারণা শেষ হবে। এরপর অপেক্ষা ভোটের।
গত কয়েক দিন বিরামহীন প্রচার-প্রচারণায় ব্যস্ত ছিলেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেছেন তারা।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম শুরু থেকেই বলে আসছেন— আমার কাজ হবে জবাবদিহিতামূলক। গত কয়েক দিনের প্রচারণা শেষে এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে আসছেন তিনি।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও নগরীর নানান সমস্যা সমাধানের পথ বাতলে দেবেন ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আতিক।
ফেসবুকে প্রশ্নোত্তরের মাধ্যমে নিজের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রাথমিক ধাপ শুরু করবেন বলে জানা গেছে। লাইভে থাকার কথা জানিয়ে আতিকুল ইসলামের ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে—‘ফেসবুক লাইভে মেয়র পদপ্রার্থী থাকবেন আপনার প্রশ্নের অপেক্ষায়’।