ঢাকা উত্তর সিটিতে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ৩১৮টি। এর মধ্যে ৮৭৬টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং বাকি কেন্দ্রগুলোকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল থেকে ঢাকা উত্তর সিটির বিভিন্ন পয়েন্ট এবং প্রতিষ্ঠান থেকে ইভিএম মেশিন ও সরঞ্জাম বিতরণ শুরু হয়।
ইভিএম বিতরণ পরিদর্শনে এসে এমন তথ্য জানান এই রিটার্নিং কর্মকর্তা। তিনি আরো বলেন, আপনারা যেটাকে ঝুঁকিপূর্ণ বলছেন আমরা সেটাকে গুরুত্বপূর্ণ বলি। সাধারণ ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে খুব বেশি পার্থক্য নেই। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে ১৮ জন এবং সাধারণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন ১৬ জন।
এ সময় তিনি সকলকে ভোটকেন্দ্রে গিয়ে প্রথমবারের মতো ইভিএমে ভোট দানের আহ্বান জানান।