ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, ‘যত বেশি মানুষ ভোটকেন্দ্রে ভোট দিতে আসবে নৌকার বিজয় হবে ইন শা আল্লাহ। আপনারা সবাই সকাল সকাল পরিবার-পরিজন নিয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দেবেন।’
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে এসে এসব কথা বলেন আতিক।
নির্বাচনের জন্য আজকের রাত অনেক গুরুত্বপূর্ণ। শেষ মুহূর্তে নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন এমন প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, ‘আমি মনে করি এটি একটি অংশগ্রহণমূলক নির্বাচন। আপনারা দেখেছেন গত ১০ জানুয়ারি থেকে রাত নেই, দিন নেই নাওয়া-খাওয়া, শৈত্য প্রবাহ সব বাদ দিয়ে আমরা কিন্তু মাঠের মধ্যে ছিলাম।’
এ সময় তিনি আরও বলেন, ‘ইলেকশনের আমেজটা ধরে রাখার জন্য আমাদের দল এবং বিরোধী দলকে বলবো নির্বাচনে হার জিত থাকবেই। শেষ মুহূর্ত পর্যন্ত ভোটের মাঠে থাকবেন। ফলাফল নিয়ে যাবেন। নগরবাসীকে বলব কালকে ছুটির দিন আপনারা সকলে গিয়ে ভোট দেবেন।’
ওবায়দুল কাদেরকে হাসপাতালে দেখে এসে আতিকুল ইসলাম বলেন, ‘আমি দোয়া করি ওবায়দুল কাদের যেন সুস্থ হয়ে যান। সকলকে অনুরোধ করব তার জন্য দোয়া করবেন। তিনি এখন অনেক ভালো এবং সুস্থ আছেন।’
তিনি আরো বলেন, ‘ডাক্তারের মাধ্যমে জানতে পেরেছি প্রধানমন্ত্রীর নির্দেশনা তাকে যেন কেও বিরক্ত না করে। তিনি যেন সম্পূর্ণ রেস্টে থাকেন। এখন কোনো ধরনের শঙ্কা নেই তিনি শঙ্কামুক্ত আছেন।’