কে কোথায় ভোট দেবেন

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 07:13:21

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন শনিবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই নির্বাচন চলবে বিকেল ৪টা পর্যন্ত। রাজধানীর প্রত্যেকটি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সকাল ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি ধানমন্ডির ঢাকা সিটি কলেজে ভোট দেবেন।

উত্তরার ৫ নম্বর সেক্টরের আইইটি স্কুলে সকাল ১০টায় ভোট দিতে যাবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নিজের ভোট প্রদান করবেন ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে। সকাল ৯টার মধ্যে তার ভোট দেওয়ার কথা রয়েছে।

বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন সকাল ৯টায় ভোট দেবেন মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

উত্তরা ৪ নম্বর সেক্টর নওয়াব হাবিবুল্লাহ স্কুলে ভোট দেবেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

সকাল ৮টায় মানারত ইন্টারন্যশনাল স্কুলে ভোট দেবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ভোট দেবেন মগবাজারের ইস্পাহানী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে।

নির্বাচন কমিশনার ড. মো. রফিকুল ইসলাম ভোট দেবেন কলাবাগানের লেক সার্কাস বালিকা উচ্চ বিদ্যালয়ে।

নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম ভোট দেবেন গ্রীণরোডের স্টাফ কোয়ার্টারের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মহিলা ভোটকেন্দ্রে। আর নির্বাচন কমিশনার শাহাদাৎ হোসেন চৌধুরী ক্যান্টনমেন্টের ভোটার হওয়ায় তিনি ভোট দিতে পারবেন না।

এ সম্পর্কিত আরও খবর