বিদেশি দূতাবাসে কর্মরত বাংলাদেশিরা ‘দেশি পর্যবেক্ষক’: ইসি

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 02:47:47

বিদেশি দূতাবাস বা মিশনে কর্মরত বাংলাদেশিরা বিদেশি পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। তাদেরকে বাংলাদেশি পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ও ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) পরিচালক (জনসংযোগ) মোহা. ইসরাইল হোসেন সই করা নথিতে জানানো হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক হিসেবে মোট ৭৪ জন নির্বাচন পর্যবেক্ষণ করবেন। তাদের মধ্যে ৪৬ জন বিদেশি নাগরিক এবং ২৮ জন বাংলাদেশি নাগরিক।

বিদেশি দূতাবাসে বা মিশনে বাংলাদেশি কর্মচারী কর্মরত থাকলে তিনি বিদেশি পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পারবে কি না জানতে চাইলে সিইসি বলেন, ‘তারা পারবে না।’

যাদেরকে অনুমোদন দেয়া হয়েছে, তাদের বিষয়ে জানতে জানতে চাইলে ইসি সচিব আলমগীর বলেন, ‘আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করে, তিনি যদি বাংলাদেশি হন, তাহলে তিনি স্থানীয় পর্যবেক্ষক হিসেবে গণ্য হবেন। তাদেরকে সেই চিঠিও দেয়া হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর