জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আতিক

বিবিধ, নির্বাচন

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 02:48:06

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টায় উত্তরা ৪ নম্বর সেক্টরের নওয়াব হাবিবুল্লাহ স্কুলে ভোট দেওয়ার পর তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। নির্বাচনে হারজিত থাকবে। ফলফল যাই হোক আমার প্রতিপক্ষ যদি বিজয়ী হন, আমার অভিজ্ঞতা তার সঙ্গে শেয়ার করব। আর আমি যদি বিজয়ী হই, আমার প্রতিপক্ষের ইশতেহার থেকে অভিজ্ঞতা নেব। আমরা সবাই মিলে সবার ঢাকা গড়ব। বিপক্ষ প্রার্থী জিতলেও সহযোগিতা করব।

উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানিয়ে আতিক আরো বলেন, আমি বিজিএমইএর সভাপতি ছিলাম। অনেকবার তাতে নির্বাচন করেছি। নির্বাচনে জয়-পরাজয় রয়েছে। কিন্তু নির্বাচনের পর বিজয়ী যেই হোক না কেন, সবাই মিলে মিশে কাজ করতে হবে। ভোটের ফলাফল যাই হোক, মেনে নেব।

আতিকের সঙ্গে তার স্ত্রী শায়লা সাগুফতা ইসলাম ও মেয়ে বুশরা আফরিনও ভোট দেন।

ভোট শুরুর আগে এ ওয়ার্ডের বিএনপির কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমান সেগুন অভিযোগ করেছেন, তার ওপর হামলা করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে মারধর করে বের করে দিয়েছেন।

আতিকুল ইসলাম কেন্দ্রে এলে বিষয়টি তাকেও জানান সেগুন। এ সময় সেগুনকে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকবে বলে আশ্বস্ত করেন আতিকুল ইসলাম।

এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনার সময় আমি ছিলাম না। এখানে আসার পরে বিষয়টি জেনেছি। আমি তাকে বলেছি, নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলব। দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই, তারা যেন নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখেন।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ভোট কেন্দ্রে আসুন, নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট দিন।

এ সম্পর্কিত আরও খবর