চলছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনের ভোট গ্রহণ। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শুরু হয় এ ভোট গ্রহণ। ভোট শুরু হওয়ার তিন ঘণ্টায় ডিএনসিসির মালিবাগ ঢাকা বিজ্ঞান কলেজ কেন্দ্রে ভোট পড়েছে ৩৪১টি।
বেলা ১১টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা। এখনো পর্যন্ত কোনো প্রকার বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। এ কেন্দ্রে ভোট শুরু হওয়ার তিন ঘণ্টায় ২ হাজার ৩১১ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৩৪১টি।
ভোট দিতে আসা ভোটাররা বলেন, কেন্দ্রে ভোটারদের অনেক চাপ। তারপরও পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে যাব।
ভোটার ইসমাইল হোসেন বলেন, ‘ভাবছিলাম ইভিএমে ভোট দেওয়া অনেক ঝামেলা। কিন্তু ভোট দিতে এসে দেখি অনেক সহজ। কোনো প্রকার ঝামেলা পোহাতে হয়নি।’
ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা হাবীব রহমান বার্তা২৪.কম-কে বলেন, ‘এই কেন্দ্রে সকাল থেকে ভোটারদের উপস্থিতি অনেক বেশি। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।’
ভোট গ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত। এরপর চলবে ভোট গণনা।
ঢাকা উত্তর সিটি, তথা ডিএনসিসিতে মোট ভোটার সংখ্যা ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন। এই সিটিতে ওয়ার্ড ৫৪টি, সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১৮টি। মোট ভোটকেন্দ্র ১ হাজার ৩৪৯টি, ভোটকক্ষ ৭ হাজার ৫১৬টি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, তথা ডিএসসিসি’তে মোট ভোটার ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ জন। এই সিটিতে ভোটকেন্দ্র ১ হাজার ১২৪টি, ভোটকক্ষ রয়েছে পাঁচ হাজার ৯৯৮টি। দক্ষিণ সিটিতে মোট ওয়ার্ড সংখ্যা ৭৫টি, সংরক্ষিত মহিলা ওয়ার্ড ২৫টি।