এজেন্টদের কেন্দ্রে টিকে থাকার সক্ষমতা থাকতে হবে: সিইসি

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 02:17:24

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, প্রার্থীর এজেন্টদের কেন্দ্রে টিকে থাকার সক্ষমতা থাকতে হবে। কেউ বললেই বেরিয়ে যাওয়া যাবে না।

শনিবার (০১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উত্তরার আইইএস মডেল স্কুল কেন্দ্রে ভোট দেন তিনি। পরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটার উপস্থিতি কম। আশা করছি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা বাড়বে। নির্বাচনে কখনোই সংঘর্ষ কাম্য নয়। এজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এজেন্টদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কাউকে বের করে দিলে, প্রথমে রিটার্নিং কর্মকর্তা ও পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন। তারা ব্যবস্থা নেবেন।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে তিনি বলেন, আপনারা বিষয়গুলো কেয়ারফুললি দেখবেন। আর প্রার্থীরা ধৈর্য ধরেন, কোথাও বিশৃঙ্খলা হলে আমাদের জানান।

আমার কাছে এখনো কেউ কোনো অভিযোগ করেননি। যদি কোথাও কোনো অভিযোগ পাই, তাহলে সঙ্গে সঙ্গে কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে, যোগ করেন সিইসি।

 

এ সম্পর্কিত আরও খবর