‘যাত্রী নেই তাই বাস ছাড়ছে না’

বিবিধ, নির্বাচন

সেরাজুল ইসলাম সিরাজ, স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 02:17:32

গাবতলী বাস টার্মিনাল থেকে: ঢাকা সিটি নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর অফিস, স্কুল-কলেজে সাধারণ ছুটি ঘোষণা করায় ব্যস্ত রাস্তাগুলো ফাঁকা হয়ে পড়েছে। রাজধানীর ব্যস্ততম বাস টার্মিনাল গাবতলীর কাউন্টারগুলোতে যাত্রীর অভাবে কর্মচারীদের অলস সময় পার করতে দেখা গেছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) গাবতলী থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়তে দেখা যায়নি। যাত্রীর অভাবে বাস ছাড়তে পারছেন না। তবে বিকেলের পর বাস ছাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।

বাস মালিকেরা বলছেন ভিন্ন কথা। লোকাল বাস ও ব্যক্তিগত যানবাহন বন্ধ থাকাকে যাত্রী সংকটের অন্যতম কারণ বলে মনে করছেন তারা।

অলস সময় পার করছেন কাউন্টার মালিকেরা

দূরপাল্লার বাসের সবচেয়ে বড় কোম্পানি হানিফ পরিবহন। সেখানেও কাউন্টার মালিকদের অলস সময় কাটাতে দেখা গেছে। কাউন্টারের কর্মকর্তারা জানান, হানিফ পরিবহন ময়মনসিংহ ও পাবনা ছাড়া দেশের সকল রুটে যাতায়াত করে। আমাদের বহরে কোচের সংখ্যা ১ হাজার ৩শ ছাড়িয়ে গেছে।

হানিফ পরিবহনের কল্যাণপুর কাউন্টার মাস্টার আতাউর রহমান বার্তা২৪.কমকে বলেন, কোনো যাত্রী নেই। যে কারণে বাস ছাড়া হচ্ছে না। আর যাত্রী আসবে কীভাবে। ঢাকা শহরেই তো যান চলাচল বন্ধ। আমরা সিটির বিভিন্ন প্রান্ত থেকে ছোটো বাসে যাত্রী আনা নেওয়া করি, তাও বন্ধ রয়েছে। বিচ্ছিন্ন ভাবে এক-দুইজন যাত্রী আসছেন, কিন্তু এজন্যতো বাস ছাড়া লাভজনক হবে না। বিকেলের পর যাত্রীর চাপ বাড়বে বলে মনে হচ্ছে। তখনই বাস ছাড়া হবে।

কাউন্টারগুলো বন্ধ থাকতে দেখা গেছে

শ্যামলী পরিবহনের কাউন্টার মাস্টার এরশাদ আলী বলেন, আমরা গাড়ি ছাড়ার জন্য বসে আছি, যাত্রীতো পাচ্ছি না। সকাল থেকেই কোনো বাস ঢাকার বাইরে ছেড়ে যায় নি। গতরাত থেকে ঢাকা অভিমুখী যাত্রীর চাপও কম ছিল। এ কারণে অনেক বাস কমিয়ে দিতে হয়েছে। দুই-তিন বাসের যাত্রী জমিয়ে একবাসে করে পাঠিয়ে দিয়েছে অনেক পরিবহন।

এসআর ট্রাভেলস'র কাউন্টার ম্যানেজার আনোয়ার আহমেদ রাজীব বার্তা২৪.কমকে বলেন, যাত্রী আসতে পারছে না। এই কারণে বাস ছাড়তে পারছি না। দুপুরে একজন যাত্রী এসেছিল। একজনের জন্যতো বাস ছাড়া যায় না। কমপক্ষে ১৫ জন যাত্রী না হলে পথ খরচ ওঠে না। কাউন্টারের গেট আধো খোলা করে রাখা হয়েছে।

 যাত্রী না থাকায় বাস ছেড়ে যাচ্ছে না

ঢাকা থেকে বাইরে যেমন বাস ছেড়ে যাচ্ছে না। তেমনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে সীমিত সংখ্যক বাস সকালের দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে এসেছে। সেই বাসগুলো আমিনবাজর হেমায়েতপুরে যাত্রী নামিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে।

ঢাকার দুই সিটি করপোরেশনে ভোটের কারণে সিটির মধ্যে সব ধরনের যান্ত্রিক পরিবহন বন্ধ রয়েছে। দূরপাল্লার বাস চলাচলের ওপর নিষেধাজ্ঞা শিথিল রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর