নগরীতে গণপরিবহন নেই, রিকশার দাপট

, নির্বাচন

শাহরিয়ার তামিম, স্টাফ ফটো করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 02:17:47

ঢাকা দুই সিটির ‘অভিভাবক’ নির্বাচনে শনিবার সকাল থেকে চলছে ভোটগ্রহণ। ভোট গ্রহণকে কেন্দ্র রাজধানীতে গণপরিবহন বন্ধ করে রাখা হয়েছে। ফলে প্রধান প্রধান সড়কগুলো আজ রিকশার দখলে।

প্রধান প্রধান সড়কগুলো আজ রিকশার দখলে

উত্তরা থেকে মহাখালি কিংবা কল্যাণপুর থেকে ফার্মগেট বা মিরপুর থেকে শহরের যে কোনো প্রান্তে যাওয়া যাচ্ছে রিকশা।

গণপরিবহন না থাকায় বাড়তি ভাড়া নিচ্ছেন রিকশা চালকরা

ভোট উপলক্ষে ঢাকা দুই সিটিতে সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন।তাই ভোটার ছাড়া শহরের রাস্তায় তেমন মানুষজন নেই। আর যারা বের হয়েছেন গণপরিবহন না থাকায় যান হিসেবে রিকশাকেই বেছে নিচ্ছেন। তবে অন্যান্য দিনের তুলনায় একটু বাড়তি ভাড়া গুণতে হচ্ছে তাদের।

গণপরিবহন শূন্য রাজধানী ঢাকা

পথচারী হাবিব কল্যাণপুরে থেকে মিরপুর কালশী যাবেন। তিনি বলেন, বাস-সিএনজি না থাকায় রিকশায় করে যাওয়া লাগবে, তবে অতিরিক্ত ভাড়া দাবি করছেন রিকশা চালকরা তবে যেতে তো হবেই।

রিকশা আক্তার হোসেন জানান, নির্বাচনের কারণে আজকে যাত্রী কম কিন্তু দূরের যাত্রী বেশ আছে। সকাল থেকে শুরু করে তালতলা থেকে মহাখালি, সেখান থেকে ফার্মগেট আর ফার্মগেট থেকে এখন কল্যাণপুর আসলাম।

এ সম্পর্কিত আরও খবর