পুরান ঢাকার বকশীবাজারে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের বকশীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
শুরুতে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের দিকে বিএনপির সমর্থকরা ঢিল ছোড়েন। তারপর উত্তেজনা ছড়িয়ে পড়ে। দু’পক্ষের মধ্যে ঢিল ছোড়াছুড়ি শুরু হয়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটে। এতে ওই কেন্দ্রে প্রায় আধা ঘণ্টার জন্য ভোট গ্রহণ বন্ধ ছিল।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, ‘এখানে ঝামেলা হয়েছিল। ভোট গ্রহণ কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও ভোট গ্রহণ শুরু হয়েছে।’
সকাল ৮টা থেকে চলছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনের ভোট গ্রহণ। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ঢাকা উত্তর সিটি, তথা ডিএনসিসিতে মোট ভোটার সংখ্যা ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন। এই সিটিতে ওয়ার্ড ৫৪টি, সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১৮টি। মোট ভোটকেন্দ্র ১ হাজার ৩৪৯টি, ভোটকক্ষ ৭ হাজার ৫১৬টি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, তথা ডিএসসিসি’তে মোট ভোটার ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ জন। এই সিটিতে ভোটকেন্দ্র ১ হাজার ১২৪টি, ভোটকক্ষ রয়েছে পাঁচ হাজার ৯৯৮টি। দক্ষিণ সিটিতে মোট ওয়ার্ড সংখ্যা ৭৫টি, সংরক্ষিত মহিলা ওয়ার্ড ২৫টি।