অনেক কেন্দ্রে গিয়ে দেখেছি ভোটার আইডি কার্ড ঠিক থাকলেও ইভিএম মেশিনে নিচ্ছে না। একজন ভোটার আমাকে বলল তার কার্ড কাজ করছে না। এসএমএস দিয়ে কেন্দ্রের নম্বরও দেখাচ্ছে। ভোটার লিস্টেও তার নাম আছে কিন্তু ইভিএম মেশিনে নিচ্ছে না। শেষ পর্যন্ত সে ভোট দিতে পারেনি। এতে ইভিএম মেশিন বিড়ম্বনায় পড়েছেন ভোটাররা।
শনিবার (১ ফেব্রুয়ারি) সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তাবিথ বলেন, আমরা শেষ পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়া চালিয়ে যাব। যেসব কেন্দ্রে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে আমি সেসব কেন্দ্রগুলোতে যাব এবং পুনরায় এজেন্টদের বসাবো।
তিনি বলেন, আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রের বাইরে হাজারো নেতারা প্রভাব ফেলছে এবং মহড়া দিচ্ছে। যার ফলে ভোটাররা ভোটকেন্দ্রে আসতে ভয় পাচ্ছেন। আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। তা স্বত্বেও শেষ পর্যন্ত ইলেকশন প্রক্রিয়া চালিয়ে যাব আমরা।