শেষ হয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনে ভোটগ্রহণ। এখন অপেক্ষা ফলাফলের। তাই ভোটগ্রহণ সমাপ্ত ঘোষণার পরই ভোটকেন্দ্রের ফলাফল প্রকাশের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রস্তুতি সম্পন্ন করেছেন ডিএসসিসির অস্থায়ী রিটার্নিং কার্যালয়ের সকল সহকারী রিটার্নিং কর্মকর্তারা।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়।
দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা জাকির মাহমুদের সঙ্গে কথা হলে তিনি বার্তা২৪.কম বলেন, ‘এখানে ২৫টি বুথে কেন্দ্র থেকে পাওয়া ফল প্রকাশ করা হবে। এক্সেল শিট ও রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেমের (আরএমএস) মাধ্যমে দক্ষিণ সিটির ২৫টি সংরক্ষিত ওয়ার্ড ও ১ হাজার ১৫০টি ভোট কেন্দ্রের ফলাফল করা হবে।’
তিনি আরও বলেন, ‘যে কেন্দ্র যত কাছে সেই কেন্দ্রের ফল তত দ্রুত এসে পৌঁছবে। আবার কেন্দ্র দূর হলে সেই কেন্দ্রের ফলাফল প্রকাশে বিলম্ব হবে।’
একাধিক সহকারী রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ফল প্রকাশের জন্য সকল ধরনের প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন করে রেখেছেন।