ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
সর্বশেষ তথ্য অনুযায়ী সাধারণ কাউন্সিলর পদে জয়ী হলেন যারা-
১ নম্বর ওয়ার্ডে মো. মাহবুবুল আলম
২ নম্বর ওয়ার্ডে আনিসুর রহমান সরকার
৩ নম্বর ওয়ার্ডেমাকসুদ হোসেন মহসীন
৪ নম্বর ওয়ার্ডে মো. জাহাঙ্গীর হোসেন
৫ নম্বর ওয়ার্ডে চিত্ত রঞ্জন দাস
৬ নম্বর ওয়ার্ডে সিরাজুল ইসলাম ভাট্টি
৭ নম্বর ওয়ার্ডে শামসুল হুদা কাজল
৮ নম্বর ওয়ার্ডে ইসমাঈল
১০ নম্বর ওয়ার্ডে মনসুর
১১ নম্বর ওয়ার্ডে মির্জা শরীফ
১২ নম্বর মামুনুর রশিদ শুভ্র
১৩ নম্বর ওয়ার্ডে মো এনামুল হক
১৪ নম্বর ওয়ার্ডে ইলিয়াসুর রহমান
১৫ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম বাবলা
১৬ নম্বর ওয়ার্ডে নাসিম আহমেদ
১৮ নম্বর ওয়ার্ডে আ স ম ফেরদাউস আলম
১৯ নম্বর ওয়ার্ডে আবুল বাশার
২০ নম্বর ফরিদ উদ্দীন আহমেদ রতন
২২ নম্বর জিন্নাত আলী
২৩ নম্বর মো. মকবুল হোসেন
২৪ নম্বর মোকাদ্দেছ হোসেন জাহিদ
২৬ নম্বর হাসিবুর রহমান মানিক
২৭ নম্বর ওমর উদ্দীন আফজাল
২৮ নম্বর কামাল উদ্দীন কাবুল
২৯ নম্বর জাহাঙ্গীর আলম
৩০ নম্বর ইরফান সেলিম
৩১ নম্বর জুবায়ের আদেল
৩২ নম্বর আবদুল মান্নান
৩৩ নম্বর আওয়াল হোসেন
৩৪ নম্বর মোহাম্মদ মামুন
৩৫ নম্বর ওয়ার্ডে আবু সাইদ
৩৬ নম্বর ওয়ার্ডে রঞ্জন বিশ্বাস
৩৭ নম্বর ওয়ার্ডে আব্দুর রহমান মিয়াজী
৩৮ নম্বর আহমেদ ইমতেয়াজ মান্নাফী
৩৯ নম্বর রোকন উদ্দীন
৪০ নম্বর আবুল কালাম আজাদ
৪১ নম্বর সারোয়ার হাসান আলো
৪২ নম্বর মো. সেলিম
৪৪ নম্বর নিজাম উদ্দীন
৪৯ নম্বর বাদল সরদার
৫০ নম্বর ওয়ার্ডে মাসুম মোল্লা
৫১ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান
৫৩ নম্বর ওয়ার্ডে মীর হোসেন মীরু
৫৮ নম্বর ওয়ার্ডে শফিকুর রহমান
৫৯ নম্বর ওয়ার্ডে আকাশ কুমার ভৌমিক
৬০ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন মজুমদার
৬৪ নম্বর মাসুদ রহমান মোল্লা
৬৫ নম্বর শামসু উদ্দীন ভূইয়া
৬৬ নম্বর আবদুল মতিন সাউদ
৬৭ নম্বর মো. ইব্রাহীম
৬৮ নম্বর ওয়ার্ডে মাহমুদুল হাসান
৬৯ নম্বর ওয়ার্ডে সালাউদ্দীন আহমেদ।
৭৩ নম্বর ওয়ার্ডে শফিকুল ইসলাম
৭৪ নম্বর ওয়ার্ডে আজিজুল হক
৭৫ নম্বর ওয়ার্ডে আকবর হোসেন
সংরক্ষিত মহিলা আসনে বিজয়ী যারা
১ নম্বর ওয়ার্ডে ফারজানা ইয়াসমিন
২ নম্বর ওয়ার্ডে মাকসুদা সমশের
৫ নম্বর ওয়ার্ডে সৈয়দা রোকসানা আক্তার চামেলী
৭ নম্বর ওয়ার্ডে শিরিন গাফ্ফার
৯ নম্বর ওয়ার্ডে সাবিনা পারভিন
১০ নম্বর ওয়ার্ডে শামসুন্নাহার
১১ নম্বর ওয়ার্ডে নাসরিন রশিদ পুতুল
১২ নম্বর ওয়ার্ডে সুরাইয়া বেগম
১৩ নম্বর ওয়ার্ডে শাহীনুর বেগম
১৪ নম্বর ওয়ার্ডে বিজয়ী হয়েছেন লাভলী চৌধুরী
১৬ নম্বর ওয়ার্ডে নাসিমা আহমেদ
২২ নম্বর ওয়ার্ডে মাহফুজা আক্তার
২৩ নম্বর ওয়ার্ডে নিলুফার ইয়াসমিন
২৫ নম্বর ওয়ার্ডে সাহিদা বেগম
২০ নম্বর ওয়ার্ডে নাসরিন আহম্মেদ