ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত।
দুই সিটিতে ভোটগ্রহণে ৮ ঘণ্টা সময় নির্ধারিত থাকলেও ফলাফল প্রকাশে নেই কোনো বাধা ধরা নিয়ম। শনিবারের ভোটে ভোটার উপস্থিতি কম থাকায় প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন ৩০ শতাংশের নিচে ভোট পড়েছে আর নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার জানিয়েছেন ২৫ শতাংশের নিচে ভোট পড়েছে। এতো কম ভোটার উপস্থিতির পরও ভোটের ফলাফল প্রকাশে ১০ঘণ্টারও বেশি সময় নিয়েছেন উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।
বিকাল সাড়ে ৪টায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে উত্তর সিটির ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রের কার্যক্রম শুরু হয়। এরপর ধাপে ধাপে ফল প্রকাশ করা হলেও ফলাফল প্রকাশে শনিবার অতিক্রম করে রোববার পড়লেও সম্পূর্ণ ফল প্রকাশ করতে পারেননি রিটার্নিং অফিসার। সর্বশেষ রোববার মধ্যরাত আড়াইটা পর্যন্ত ফল ঘোষণা করতে পারেননি তিনি।
ইসি কর্মকর্তারা জানান, ফলাফল পেতে কিছুটা দেরি হচ্ছে। কয়েকটি কেন্দ্রের ফল নিয়ে সমস্যা হচ্ছে, সেগুলো মেলাতেই সময় লাগছে। এখন পর্যন্ত ১২০৫টি কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে। কিছুক্ষণের মধ্যে বাকি সবগুলোর ফলও ঘোষণা করা হবে।