সদ্য সমাপ্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ মোহাম্মদ আলমগীর ভোটে এগিয়ে থাকলেও তাকে পরাজিত ঘোষণার পর ফল স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা (আরও) মো. আবদুল বাতেন। এ বিষয়ে যথাযথ দালিলিক প্রমাণাদিসহ প্রতিবেদন দেওয়ার জন্য আরওকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা কেবল আমাদের ফলাফল স্থগিতের বিষয়টি জানিয়েছেন। কিন্তু এর কোনো প্রতিবেদন দেনননি। আমরা দালিলিক প্রমাণাদিসহ প্রতিবেদন চেয়েছি। এটা তাকে দিতে হবে।’
জানা গেছে, ডিএসসিসিরি ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলমগীর ২৭ ভোটে জয়লাভ করেন। কিন্তু ১ ফেব্রুয়ারি রাতে ঘোষিত বেসরকারি ফলাফলে টিফিন ক্যারিয়ার মার্কার স্বতন্ত্র প্রার্থী জুবায়েদ আদেলকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর কেন্দ্রভিত্তিক ফলাফল এনে আলমগীর তার জয়ের বিষয়টি জানালে রিটার্নিং কর্মকর্তা বাতেন পরদিন ফলাফল স্থগিত করেন।