দুই সিটির ভোটে তৃতীয় ‘শক্তিশালী’ দল ইসলামী আন্দোলন

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 21:05:25

বিগত সিটি নির্বাচনের ধারাবাহিকতায় এবারও রাজনীতিতে তৃতীয় ‘শক্তিশালী’ দল হয়েছে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আগের ঢাকা উত্তর ও দক্ষিণ, খুলনা, গাজীপুর, রংপুর, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তাদের মেয়রপ্রার্থীরা তৃতীয় স্থান অর্জন করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির চেয়েও বেশি, অর্থাৎ সর্বোচ্চ প্রার্থী দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ২৯৮টি আসনের মধ্যে ২৯৭টিতেই তাদের প্রার্থী ছিল। রাজনৈতিক দল হিসেবে তারা চতুর্থ সর্বোচ্চ ভোট পেয়েছেন।

এবারের ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনেও ভোটের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুই সিটিতে তাদের দুই মেয়রপ্রার্থী ভোট পেয়েছেন মোট ৫৪ হাজার ৭২৫টি।

আওয়ামী লীগ ৮ লাখ ৭১ হাজার ৮০৬ ভোট নিয়ে প্রথম এবং ৫ লাখ ৬৭৩ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিএনপি।

নির্বাচন কমিশন সূত্র জানায়, দক্ষিণ সিটিতে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট, বিএনপির ইশরাক হোসেন পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবদুর রহমান পেয়েছেন ২৬ হাজার ৫২৫ ভোট।

এ ছাড়া গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন পেয়েছেন ১২ হাজার ৬৮৭ ভোট, জাতীয় পার্টির মো. সাইফুদ্দিন পেয়েছেন ৫ হাজার ৫৯৩ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির মো. বাহারানে সুলতান বাহার পেয়েছেন ৩ হাজার ১৫৫ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের মো. আকতারুজ্জামান (আয়াতুল্লাহ) পেয়েছেন ২ হাজার ৪২১ ভোট পেয়েছেন।

আর উত্তর সিটিতে আওয়ামী লীগের মো. আতিকুল ইসলাম পেয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট, বিএনপির তাবিথ আউয়াল পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ পেয়েছেন ২৮ হাজার ২০০ ভোট।

এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহাম্মদ সাজেদুল হক পেয়েছেন ১৫ হাজার ১২২ ভোট, এনপিপির মো. আনিসুর রহমান দেওয়ান পেয়েছেন ৩ হাজার ৮৫৩ ভোট এবং পিডিপির শাহীন খান পেয়েছেন ২ হাজার ১১১ ভোট পেয়েছেন।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি ঢাকার উত্তর ও দক্ষিণ সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কিত আরও খবর