ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে চূড়ান্ত লড়াইয়ে থাকছেন ছয়জন প্রার্থী। শনিবার (২৯ ফেব্রুয়ারি) এ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। কিন্তু মনোনয়নপত্র দাখিলকারী ছয় প্রার্থীর কেউই প্রত্যাহার করেননি।
আগামী রোববার (১ মার্চ) চূড়ান্ত প্রার্থীদের মধ্যে বেলা ১১টায় প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং অফিসার। এরপর তারা প্রচারণা শুরু করতে পারবেন। ঢাকা সিটি নির্বাচনের মতো ঢাকা-১০ আসনেও ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে।
গত শুক্রবার এ বিষয়ে রিটার্নিং অফিসার জিএম সাহাতাব উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগ, বিএনপি, জাপাসহ ছয় প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ নির্বাচনে অংশ নিতে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কিন্তু কেউ প্রত্যাহার করেননি। রোববার বেলা ১১টায় ইটিআই ভবনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।’
ঢাকা-১০ আসন উপনির্বাচনের ছয় প্রার্থী হলেন- আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, বিএনপির শেখ রবিউল আলম, জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) আব্দুর রহীম।
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ভোট করতে শেখ ফজলে নূর তাপসের পদত্যাগে ঢাকা-১০ আসনটি শূন্য হয়।