চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের জন্য ঢাকা থেকে চট্টগ্রামে পাঠানো হচ্ছে ১১ হাজার ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম)।
প্রথম ধাপে সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের জিমনেশিয়ামে পৌঁছেছে চার হাজার ইভিএম এর সরঞ্জামাদি।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চট্টগ্রামের ৪১ ওয়ার্ডে ৭৩৫টি কেন্দ্র রয়েছে। যেখানে এ ১১ হাজার ইভিএম মেশিন বসানো হবে। তাছাড়া আগামী ২৭ মার্চ পরীক্ষামূলক মক ভোটও নেওয়া হবে।
ইভিএম মেশিনের দায়িত্বে থাকা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা বার্তা২৪.কম-কে বলেন, ‘১১ হাজারের মধ্যে প্রথম ধাপে ৪ হাজার ইভিএম মেশিন ও সরঞ্জামাদি এসেছে, যা জিমনেশিয়ামে রাখা হয়েছে। পর্যায়ক্রমে বাকি মেশিনও আনা হবে।
উল্লেখ্য, আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য চসিক নির্বাচনে ভোটার সংখ্যা হচ্ছে ১৯ লাখ ৫১ হাজার ৫২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৯৮ হাজার ৭২৩ জন। নারী ভোটার ৯ লাখ ৫২ হাজার ৩২৯ জন।