৬ ঘণ্টায় ঢাকায় ৫ শতাংশ, অন্য দুই আসনে ৪০ শতাংশ ভোট

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 15:16:56

ভোট শুরুর পর ৬ ঘণ্টায় ঢাকা-১০ আসনে ৫ শতাংশ, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর।

সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর আড়াই পর্যন্ত ভোটের তথ্যের ভিত্তিতে এ তথ্য জানান তিনি।

শনিবার (২১ মার্চ) বিকেলে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটাররা ভোট দিতে যাবে কিনা সেটা ভোটারদের বিষয়। তাদের বাধ্য করা যাবে না। সেটা কোনো আইনে ও নাই সংবিধানেও নাই। আমাদের এখানে কোথাও লেখা নেই যে এত পার্সেন্ট ভোট না পড়লে সেটা অংশগ্রহণমূলক হবে না। অতএব একটি ভোটও যদি হয় তাহলে আমরা বলবো এটি অংশগ্রহণমূলক।

ভোটার কম হওয়ায় ইসি দায়ী না উল্লেখ করে তিনি বলেন, ইসির দায়িত্ব সঠি ভাবে পালন করা হয়েছে কিনা সেটা দেখতে হবে। কেন্দ্রে ইভিএম আছে কিনা, পোলিং এজেন্ট আছে কিনা, পুলিশ আছে কিনা এগুলো নিশ্চিত করা ইসির দায়িত্ব। দেখেন সব আছে।

ইভিএমে ভোট কম পড়ছে কেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইভিএমে জাল ভোট দেয়ার সুযোগ না থাকায়, যত ভোট হয় তত সংখ্যাই প্রকাশ পায়।

এ সম্পর্কিত আরও খবর