মেহরীনের অন্যরকম অর্জন

সুরতাল, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-08-27 15:29:25

ডিজে সুকেতু এবং ডিজে আকিল, দুজনই তুমুল জনপ্রিয় ডিজে।

ভারতীয় তারা।

এতোদিন আলাদা আলাদা ভাবে নিজেদের কাজগুলো করলেও এই প্রথম হয়েছেন একসঙ্গে।

করেছেন আশির দশকের জনপ্রিয় পপগান ‘তেরে কাদমো কো’র রিমিক্স।

দেখুন এবং শুনুনঃ

নতুন করে করা হয়েছে সঙ্গীতায়োজন।

চমকটা এখানেই।

সঙ্গীতায়োজনে যুক্ত হয়েছেন বাংলাদেশের ডিজে আকস।

তিনি এর আগেও বিভিন্ন বৈচিত্রময় কাজে জড়িয়েছেন নিজেকে।

কিন্তু আসল খবর হচ্ছে-

‘তেরে কাদমো কো’র এই নতুন আয়োজনের শিল্পী পাকিস্তানের মুস্তাফা জাহিদ এবং বাংলাদেশের মেহরীন।

মেহরীন

‘তেরে বিনা’, ‘ভুলা দেনা’, ‘তেরা মেরা রিস্তা’, ‘তো ফির আও’ সহ অসংখ্য জনপ্রিয় বলিউড গানে কন্ঠ দিয়েছেন এরইমধ্যে মুস্তাফা জাহিদ।

বলিউডে তিনি প্রতিষ্ঠিত।

কিন্তু এবারই প্রথম মেহরীন করলেন হিন্দি গান।

বাংলাদেশের যে কোনো শিল্পীর জন্য এটি অন্যরকম এক অর্জন।

মেহরীন

এর আগে হাতে গোণা চার-পাঁচজন পেয়েছেন এমন সুযোগ।

‘তুমি আছো বলে’, ‘রাজকুমার’, ‘আধো আলো আধারে’, ‘একাকী ক্ষণে’, ‘রিমঝিম এ বরষা’, ‘মন অভিলাষী’, ‘ঢোল’ ইত্যাদি সহ অসংখ্য জনপ্রিয় বাংলা গানের স্রষ্টা মেহরীন।

বাংলাদেশ থেকে সর্বশেষ বলিউডে কাজ করেছেন নগরবাউল জেমস।

‘তেরে কাদমো কো’র এই নতুন আয়োজনের একটি ভিডিও তৈরি করা হয়েছে।

অ্যানিমিটেড ভিডিও।

নির্মাতা পিঙ্ক এলেফিঙ্ক প্রডাকশন।

মেহরীন

উল্লেখ্য-

‘তেরে কাদমো কো’ অরিজিনাল গানটির শিল্পী নাজিয়া হাসান এবং জোহেব হাসান।

ছিলো ‘ডিস্কো দিওয়ানে এবং সুপারুনা’ অ্যালবামে।

এ সম্পর্কিত আরও খবর