প্রিয়াঙ্কাকে পিঠে নিয়ে নিকের এক্সারসাইজ

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-20 19:01:36

প্রিয়াঙ্কাকে পিঠে নিয়ে নিকের এক্সারসাইজ

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বের বেশ কয়েকটি দেশ লকডাউন ঘোষণা করা হয়েছিলো। তবে পরিস্থিতি এখন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। যার ফলে তুলে নেওয়া হয়েছে লকডাউন।

এদিকে, লকডাউন শুরুর আগেই নিউইয়র্কে স্বামী নিক জোনাসের কাছে চলে গিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে সেখানেই রয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

এই মুহূর্তে হাতে কোন কাজ নেই নিক-প্রিয়াঙ্কার। তাই অলস সময়গুলো দারুণভাবে উপভোগ করছেন এই তারকা দম্পতি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সময় একসঙ্গে কাটানো নানা মুহূর্ত শেয়ার করেন নিক-প্রিয়াঙ্কা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। যেখানে দেখা যাচ্ছে, স্ত্রীকে পিঠে নিয়ে পুশ-আপ দিচ্ছেন নিক জোনাস।

এর ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন- ‘পুশ-আপ আমার পছন্দের এক্সারসাইজ।’

দীর্ঘদিন মন দেওয়া-নেওয়ার পর ২০১৮ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

এ সম্পর্কিত আরও খবর

right arrow