বিশেষ করে ‘বেলাশেষে’, ‘প্রাক্তন’ এবং ‘পোস্ত’ মুক্তির পর সিনেমাপ্রেমীরা চেনে তাদের একনামেই।
এই জুটির কাজ মানে অন্যকিছু, ‘হিটমেশিন’।
যা করছেন, তাতেই চমকে যাচ্ছে সবাই।
ক’দিন আগেই মুক্তি পেলো ‘হামি’।
এটিও বেশ কাঁপিয়েছে ওপার বাংলা।
ঢেউ এসে লেগেছে এপারেও।
কিন্তু তার আগেই মুক্তি পাচ্ছে জয়া আহসান প্রযোজিত প্রথম সিনেমা, ‘দেবী’।
এটি হুমায়ুন আহমেদের মিসির আলী সিরিজের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে নির্মিত।
তিনি বলছেন-
প্রথমবার আমরা মিসির আলীকে দেখতে পাবো চলচ্চিত্রে। আমার মনে হয় যে, এটা বাংলাদেশের মানুষের জন্য যেমন আনন্দের ঘটনা, এপার বাংলার আমাদের জন্যও খুব গর্বের। জয়া আপনাদের যতটা ঘরের মেয়ে, ঠিক তেমনিভাবে আমাদেরও ঘরের মেয়ে।
জয়াকে খুব কাছের মানুষ মনে করেন তারা।
এমনটা জানিয়ে শিবপ্রসাদ বলছেন-
জয়া এই মূহুর্তে পশ্চিমবঙ্গের খুব খুব জনপ্রিয় একজন অভিনেত্রী। যেভাবে দাপটের সঙ্গে অভিনয় করছেন জয়া, ওর প্রত্যেকটা কাজ আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং খুব আদরের। জয়ার প্রথম প্রযোজিত সিনেমা দেবীর জন্য আমাদের তরফ থেকে, পশ্চিম বাংলার তরফ থেকে, সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রির তরফ থেকে, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায় এবং উইন্ডোজের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা।
এটি নতুন প্রতিষ্ঠান
প্রথম সিনেমা মুক্তি দিচ্ছে কেবল।
শিবপ্রসাদ বলছেন-
একটা নতুন প্রযোজনা সংস্থা মানে বিরাট ঘটনা। আজকে বাংলা সিনেমার কাজে আমরা যেমন উইন্ডোজ প্রযোজনা সংস্থা রয়েছি, এগিয়ে এসেছি; ঠিক তেমনই ভাবে নতুন একটা প্রযোজনা সংস্থা বাংলা সিনেমা করছে, এটা বিরাট বড় ঘটনা।
তিনি আশা করছেন-
প্রযোজক হিসেবে আগামী দিনে অনেক ভালো ভালো কাজ জয়ার কাছ থেকে দেখতে পাওয়া যাবে।
‘দেবী’ মুক্তি পাচ্ছে মধ্য অক্টোবরে।
ছবিটির পরিবেশন করবে জাজ মাল্টিমিডিয়া।