খুন নয়, আত্মহত্যা করেছেন সুশান্ত!

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-21 15:16:25

সুশান্ত সিং রাজপুতের মরদেহ উদ্ধারের দুই মাস পর তার মৃত্যুর তদন্তের ভার সিবিআই’র হাতে তুলে দেয় ভারতের সুপ্রিম কোর্ট। এরপর কোনো সময় অপচয় না করে মিশনে নেমে পড়ে তারা।

যে ফ্ল্যাট থেকে সুশান্তের মরদেহ উদ্ধার করা হয়েছিলো গত ২১ আগস্ট সেখান থেকেই শুরু হয় সিবিআই’র তদন্ত। এমনকি প্রয়াত এই তারকার স্টাফ, রুমমেট, বন্ধুদের পাশাপাশি সন্দেহের তালিকায় শীর্ষে থাকা রিয়া চক্রবর্তী এবং তার পরিবারের সদস্যদেরও জেরা করে তদন্তকারী কর্মকর্তারা।

সন্দেহের তালিকায় শীর্ষে থাকায় রিয়া চক্রবর্তীকে সব মিলিয়ে ৩৫ ঘণ্টা জেরা করেছে সিবিআই কর্মকর্তারা। পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তো রয়েছেই।

তবে এখনও পর্যন্ত সিবিআই কর্মকর্তারা এমন কোন প্রমাণ পাননি যার ভিত্তিতে ধরে নেওয়া যেতে পারে যে, সুশান্ত সিং রাজপুতকে খুন করা হয়েছে।

সম্প্রতি সুশান্তের মৃত্যুর তদন্তের দায়িত্বে থাকা তিনজন সিবিআই সদস্য ইন্ডিয়া টুডেকে এমনটাই জানিয়েছে।

গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার নিজের ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের মরদেহ উদ্ধার করা হয়।

এ সম্পর্কিত আরও খবর