জাপানে পুরস্কার পেলো ফারুকীর ‘শনিবার বিকেল’

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 11:20:15

জাপানের ফুকুওকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কুমামোতো সিটি অ্যাওয়ার্ড জিতলো মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’। তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই সুখবর দিয়েছেন।

গত ২০ সেপ্টেম্বর জাপানের ফুকোওকা শহরে শুরু হওয়া উৎসবটি শেষ হবে আগামীকাল (২৪ সেপ্টেম্বর)।

ফারুকী জানিয়েছেন, উৎসবে দর্শক ভোটে পুরস্কারটি পেয়েছে ‘শনিবার বিকেল’। এজন্য তাদের ধন্যবাদ দিতে ভোলেননি।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই নির্মাতা বলেন, “চমৎকার কিছু চলচ্চিত্রের মধ্য থেকে ‘শনিবার বিকেল’কে বেছে নেওয়ায় ফুকুওকাকে ধন্যবাদ জানাই। এখন আমার একমাত্র আশা, চলচ্চিত্রটি যেন বাংলাদেশি দর্শকরা দেখতে পান।”

ফ্রান্স, রাশিয়ার মস্কো ও জার্মানির মিউনিখে পুরস্কার জয় ও প্রশংসিত হলেও সেন্সর ছাড়পত্র পায়নি ‘শনিবার বিকেল’। গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার প্রেক্ষাপটে তৈরি হওয়ায় দেড় বছরেও বেশি সময় ধরে বিতর্কের বৃত্তে আটকে আছে ছবিটি। যৌথভাবে প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল ও ট্যানডেম প্রোডাকশন।

ছবিটিতে অভিনয় করেছেন ফিলিস্তিনের ইয়াদ হুরানি, পশ্চিমবঙ্গের পরমব্রত চট্টোপাধ্যায়, বাংলাদেশের জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকেরসহ অনেকে।

এ সম্পর্কিত আরও খবর