সোনালিকে মেরে ফেললেন বিজিপি’র বিধায়ক!

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক | 2023-08-26 04:55:44

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রে।

মরণব্যধি ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি।



গত ৪ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে বিষয়টি নিজেই নিশ্চিত করে সোনালি লিখেছিলেন-

‘আপনি যা আশা করেননি মাঝে মাঝে হঠাৎ করেই তা আপনার সামনে চলে আসে। সম্প্রতি আমার উচ্চ মাত্রার ক্যানসার ধরা পড়েছে, এটি দ্বিতীয় ধাপে পৌঁছে গেছে, যা থেকে ফেরার কোনো সম্ভবনা নেই। সামান্য ব্যথার কারণে কিছু পরীক্ষা করানো হয় এরপরই অনাকাঙ্ক্ষিত এই রোগটি ধরা পড়ে। আমার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা আমাকে দেখতে ভিড় করছেন। একজন মানুষ যেমনটা আশা করেন, তেমনি তারাও সবরকম সহযোগিতা করছেন। আমি সৌভাগ্যবান এবং তাদের সকলের প্রতি কৃতজ্ঞ।’

ক্যানসারের চিকিৎসা করাতে লন্ডনে গিয়েছেন ‘হাম সাথ সাথ হ্যায়’খ্যাত এই তারকা।

সেখানেই তাকে দেওয়া হচ্ছিলো ক্যামো থেরাপি।



কিন্তু শুক্রবার (৭ সেপ্টেম্বর) আচমকা ছড়িয়ে পড়লো তার মৃত্যুর খবর।

আর সেই খবরটি সবার আগে টুইটারে শেয়ার করেছেন বিজিপি বিধায়ক রাম কদম।

তিনি লিখেছেন-

‘সোনালি বেন্দ্রে ইজ নো মোর।’

এরপর রামকে নিয়ে শুরু হয় বিতর্কের ঝড়।

পরে টুইটার থেকে সেই পোস্টটি ডিলিট করে ফেলেন রাম।

সকলের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন-

“সোনালি বেন্দ্রে সম্পর্কে যে তথ্য ছড়িয়েছে তা গুজব। গত দু’দিন ধরে আমি ঈশ্বরের কাছে তার দ্রুত আরোগ্য কামনা করছি।’

১৯৯৪ সালে কে. রবি শঙ্কর পরিচালিত ‘আগ’ছবির মধ্য দিয়ে বলিউডে পা রেখেছেন সোনালি বেন্দ্রে। এরপর তাকে দেখা গেছে ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘তেরা মেরা সাথ রাহে’, ‘সারফারোশ’ ও ‘কাল হো না হো’র মতো ছবিগুলোতে।

সবশেষ ২০১৩ সালে ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই দোবারা’তে তাকে দেখা গেছে।

এ সম্পর্কিত আরও খবর