ভারতের প্রথম অস্কারজয়ী ভানু আথাইয়া আর নেই

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 17:16:02

মহাত্মা গান্ধীর বায়োপিক ‘গান্ধী’র মাধ্যমে ভারতকে প্রথম অস্কার এনে দিয়েছিলেন ভানু আথাইয়া। সেই বিখ্যাত কস্টিউম ডিজাইনার আর নেই। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে মুম্বাইয়ে ঘুমের মধ্যে মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৯১ বছর।  

১৯৮৩ সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ব্রিটিশ চলচ্চিত্রকার রিচার্ড অ্যাটেনবোরা পরিচালিত ‘গান্ধী’তে পোশাক পরিকল্পনার জন্য অস্কার পান ভানু আথাইয়া। এটাই ছিল প্রথম কোনও ভারতীয় ব্যক্তির অস্কার জয়ের ঘটনা।

ভানু আথাইয়া নিউমোনিয়ায় ভুগছিলেন। ২০১২ সালে মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছিল তার। এ কারণে শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

ভানু আথাইয়া পাঁচ দশকের ক্যারিয়ারে ভারতের গুণী চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। এ তালিকায় রয়েছে আশুতোষ গোয়াড়িকর পরিচালিত আমির খানের ‘লগান’ ও ‘স্বদেশ, গুরু দত্তের ‘পিয়াসা’ ও ‘কাগজ কে ফুল’, যশ চোপড়ার ‘ওয়াক্ত’, বিজয় আনন্দের ‘গাইড’, ‘তিসরি মঞ্জিল’ ও ‘জনি মেরা নাম’, বিধু বিনোদন প্রভৃতি।

এ সম্পর্কিত আরও খবর