করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হৃতিক রোশনের মা পিঙ্কি রোশন। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন বলিউডের এই সুপারস্টার।
চিকিৎসকদের পরামর্শ মেনে পিঙ্কি রোশন বর্তমানে খান্দালার খামারবাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। সেখানে তার সঙ্গে রয়েছেন স্বামী নির্মাতা রাকেশ রোশন।
পিঙ্কি রোশন জানান, কারও মাঝে কোনো উপসর্গ ছিলো না তবুও সপ্তাহ খানেক আগে আমাদের বাড়ির সকল সদস্য ও স্টাফদের করোনা টেস্ট করানো হলে আমারটি পজিটিভ আসে।
হৃতিক রোশন বর্তমানে তার জুহুর ফ্ল্যাটে রয়েছেন। বছর খানেক আগে সেখানে থাকা শুরু করেন বলিউডের এই অভিনেতা। এছাড়া তার দুই সন্তান ঋহান ও ঋধানকে নিয়ে ভারসোভার ফ্ল্যাটে রয়েছেন তার সাবেক স্ত্রী সুজানা খান।